স ম স্ত দি ন

March 15, 2020

আর সমস্তদিন পাতা ঝড়ার শব্দ কানে নিয়ে
তাড়াহুরোর এক জীবন ধেয়ে বেড়াই।
শীতের ঠোঁটে মেঘের আঁচে
জীবন গিয়ে লুকোয় পাহাড়ের ভাঁজে।

…আর সমস্তদিন পাতা ঝড়ার শব্দ কানে নিয়ে
তাড়াহুরোর এক জীবন ধেয়ে বেড়াই।
কাকে ভাবছি, কাকে ডাকছি, কার জন্যে ছোটাছুটি?
ফিকে সব, সাদা সব শূণ্যতেই হাটাহাটি!

-ইসতিয়াক
১৯ ডিসেম্বর’১৯, সারানকোট, নেপাল।

Related Posts

Scroll to Top