পড়ছি অ্যালন লারসনকে।
আচ্ছা কোন কাজে আমাদের প্রতি ১০ লাখ প্রচেষ্টার মধ্যে কয়টি সফল হবে বা কয়টি ব্যর্থ হবে-আন্দাজ করুন তো একবার। হতে পারে তা কয়েক হাজার বা কয়েক লাখ। তবে বিষ্ময়কর ঠেকলেও সত্য যে, বিশ্বে অনেক প্রতিষ্ঠান ত্রুটি বিচ্যুতির এই হার প্রায় শূন্যের কোঠায় নামিয়ে এনেছে। বিশেষজ্ঞরা উৎপাদন বা কর্ম প্রকৃয়ার এ নিখুঁত মানের নাম দিয়েছেন সিক্স সিগমা।
অ্যালন লারসন একজন ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। গতশতকের নব্বইয়ের দশকের প্রথম দিকে মটোরোলায় ডিভিশনাল কোয়ালিটি ডিরেক্টর হিসেবে যুক্ত ছিলেন। সেখানে এ সিক্স সিগমা বাস্তবায়নের একজন কতৃপক্ষ হিসেবে লারসন লেখেন এই বই।
ফিউচার বিজনেস লিডারেরা বিশেষ করে অপারেশনে যারা কাজ করবেন/করছেন বইটা পড়তে পারেন/ পড়তে পারো ।