তল্পিতল্পার গল্প

March 5, 2020

Mehedi Shamim মূলত একজন স্টোরি টেলার। প্রতিদিনকার জীবনের ফাঁক ফোকরে সে শুধু গল্পের চরিত্র আর প্লট খুঁজে ফেরে। রিক্সায়, বাসে, নদীর ধারে, লেকের পাড়ে, রাত বিরাতে, ফোনে, মেসেঞ্জারে, রেস্তোরায়, লাইব্রেরিতে…. শামীম গল্প বলে যায়… তার গল্পের চরিত্ররা হাটা চলা করে… কথা বলে…. এই বোধ আমার দু-একদিনে হয়নি, গত দশ বছর ধরে এই ছেলের গল্প আর গল্পের চরিত্রকে কাছ থেকে দেখতে-দেখতে- শুনতে-শুনতে হয়েছে।

শামীমের লেখা ০৮টি ছোট গল্প নিয়ে এই বই মেলায় ছিন্নপত্র প্রকাশনী প্রকাশ করেছে “তল্পিতল্পার গল্প” শিরোনামে একটি বই। বইয়ের প্রচ্ছদ করেছে Nazmul Shamim

আগামী ০৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে বিকাল ৪:৩০ মিনিটে বাংলা একাডেমি প্রাঙ্গনে “তল্পিতল্পার গল্প” এর মোড়ক উন্মোচিত হবে।

আমরা যারা শামীমের প্রিয়জন এবং যারা ছোটগল্পের পাঠক তাদের উপস্থিতি এবং তাদের আলোচনা-সমালোচনা শামীমকে গল্প বলতে অনুপ্রাণিত করে। সে গল্প বলার সাহস পায়।

তাহলে চলুন ০৯ তারিখ, শুক্রবার বিকালে এই স্টোরি টেলারকে সবাই মিলে অনুপ্রাণিত করে আসি 🙂

Related Posts

Scroll to Top