জন্মদিনের ভাবনা ২০২৩

October 20, 2024
Photo: Top of the Sigiriya Rock, Sri Lanka, 2023

যতটা নির্জনতায় গেলে নিস্তবন্ধতা কথা কয়
সেখানে গিয়ে টের পেয়েছি নিস্তব্ধতাও প্রতিবাদী হয়।
যে স্রোতে নিজেকে ভাসিয়ে দেয়া যায়
সে স্রোতে গিয়েই চিনেছি নিজেকে।
মানুষ হওয়ার স্বাদ নিতে গিয়েই 
দেখা মিলেছে অমানুষদের সাথে।

অমানুষেরা অকৃতজ্ঞ হয়ে 
চাঁদের আলোর মতো জ্বল জ্বল করে সে পথে।

সত্যর খুব মুখোমুখি বসে জেনেছি
একটি বিশ্বাসযোগ্য মিথ্যা সত্যের চেয়েও বড়।

ভালোবাসার ভেতরে গিয়ে দেখেছি
আদিবাসী শামুকের কোন ঘরবাড়ি নেই।
স্বস্তি’কে পাবার প্রত্যয়ে যে যাত্রার হয়েছিল শুরু 
সে যাত্রা টেনেছে মাত্রা হয়নি পাওয়া  কিছু!

পুরনো চাদর পশ্চিমে
স্বস্তি মেলে প্রার্থনাদে।
বোধের মাাকাঠিতে মেপেছি যাদের
নির্বোধের তালিকায় পেয়েছি তাঁদেরই প্রথম।

নিজের আমিকে ধরে রাখতে গিয়ে
আমাকেই হারিয়েছি ধরায়ে
বারেবারে।

হিসাবের ঘরে এস দেখেছি
না থাকার এই পৃথিবীতে
থাকাটা সুখ,
আবার অসুখ।

—ইসতিয়াক
অগাস্ট ২০২৩, শ্রীলংকা   

Related Posts

Scroll to Top