Photo: Kotka, Sundarban, 2021
বাঁচার প্রয়োজনেই বেচে দেই সময়
প্রখর প্রেম থেকে অর্জিত আবেগ,
কামনার রঙ।
বাঁচার প্রয়োজনেই তুলে দেই দেয়াল।
বয়সের দেয়াল, পরিপক্বতার দেয়াল,
জীবন বোধের দেয়াল।
হারিয়ে ফেলা শৈশবের অ্যাডমিট কার্ড
ডেকে আনে বিকালে খেলার মাঠ,
সকালের রোদ, সন্ধ্যার আযান।
প্রসঙ্গহীন বাড়ছে কথার ভীড়,
সময় গড়ায় বড্ড ধীরস্থির।
সবকিছুরই শেষটা অভিনয়,
বিষন্নতাই হয়তো বড় ভয়।
বাঁচার প্রয়োজনেই—
বেচে দেই বেঁচে থাকার প্রয়োজনীয়তা,
বাঁচতে বাঁচতে বেচে দেই নিজের আমিটা।
বাঁচার আয়োজন
–ইসতিয়াক
কটকা, সুন্দরবন