গ্রোথ হ্যাকিং মার্কেটিং

March 5, 2020

‘‘গ্রোথ হ্যাকিং মার্কেটিং” টার্মটা ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থীদের কাছে নতুন হওয়ার কথা না। তবে যাদের কাছে নতুন তারা একটু ওয়েবে ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন বিষয়টা আসলেই কতটা নতুন। যারা ইন্টিগ্রেটেডে মার্কেটিং কমিউনিকেশন, সার্ভিস মার্কেটিং, আর স্ট্রাটেজিক ব্র্যান্ড ম্যানেজমেন্টের মতো বিষয়গুলো (১০০ মার্কের) গ্রাজুয়েশন কিংবা পোষ্ট-গ্রাজুয়েশনে পড়েছেন তাদের কাছে তো একেবারেই না। তবে এই বইটিতে বেশ খানেকটা সহজ করে এবং সমসাময়িক সব উদাহরন টেনে যেভাবে ‘‘গ্রোথ হ্যাকিং মার্কেটিং” কে উপস্থাপন করা হয়েছে আমার কাছে তা অসাধারণ লেগেছে। যারা ব্যবসায় প্রশাসনের বাইরের কিন্ত ভবিষ্যত উদ্যোক্তা কিংবা প্রতিষ্ঠিত উদ্যোক্তা তাদের বইটি পড়া প্রয়োজন। আর বিশ্ববিদ্যালয়ে যারা বিবিএ/এমবিএ’র (বিশেষ করে মার্কেটিং মেজর) শিক্ষার্থী তাদেরও বইটি পড়া উচিৎ।

প্রথম আলো’র; কর্মী হওয়ার সুবাদে আমার বেশ কয়েকটা ইভেন্ট অর্গানাইজের জন্য সরাসরি কাজ করার সুযোগ হয়েছিলো বইয়ের লেখক মুনির হাসান ভাইয়ার সাথে। বইতে যেমন ‍তিনি সহজ করে সব বিষয়ে লিখেছেন বাস্তব জীবনেও উনি সহজ করেই কথা বলেন। ৭০ পেইজের এ বইটি দু’মগ অ্যামেরিকানো বা এসপ্রেসোর সাথেই খেয়ে ফেলতে পারবেন বলে আশা করি। বইয়ে ৩৫-৪০টি লাইন আমার বেশ ভালো লেগেছে। একটি লাইন এখানে লিখছি। “আপনি এমন সমস্যার সমাধান (পণ্য) বানান যাকে আপনার কনসুমার সমস্যা হিসেবে দেখছেন, আপনি সমস্যা হিসেবে দেখছেন, আর আপনার বিনিয়োগকারীও সমস্যা হিসেবেই দেখছেন।”

Related Posts

Scroll to Top