বাংলায় কিছু লিখবো বলে ম্যাকের কিবোর্ডে হাত রাখি না বছর খানেক। অবশেষে লেখালেখি থেকে হাইবারনেশনে থাকাটা ভাঙ্গলো। স্প্রেড শিট, পাওয়ার পয়েন্ট, ইমেইল, ক্যালেন্ডার, হোআটসঅ্যাপ আর মিটিং এর ভির খানেকটা চোখ রাঙ্গাচ্ছে যদিও তবে বছরে ২-১ বার এসবকে ৮-১০ দিনের জন্য না বলা যায় অনায়াসে। নিজের সঙ্গে লম্বা একটা সময় নিয়ে নিজে কবে বসেছি, কথা বলেছি আমি ভুলে গিয়েছি বলে মনে হচ্ছে। মানুষের কাছে তার প্রিয়তম সম্পদ তার ভেতরের ‘আমি’। আমি আমার সেই ‘আমি’কেই যেন মিস করা শুরু করেছি বেশ কিছুদিন ধরে।
দীর্ঘ্য একটা সময় ধরে খেয়াল করে দেখেছি আমি আমার নিজের জন্য ঘুম থেকে উঠি খুব কম সময়। ঘড়ির দিকে না তাকিয়ে নাস্তা করি না অনেকদিন। অলস একটা দুপুর কাটানো ভুলেই গিয়েছি। বিকেল বেলা মাঠে খেলি না প্রায় ১১ বছর। সন্ধা বেলা সূর্য ডোবা দেখি না, রাতের বেলা ঝিঁঝিঁপোকার ডাক শুনি না, জোনাকির আলোও দেখি না বহুদিন। সব মিলিয়ে নিজের শরীরের ঘ্রাণও নিজে মিস করতে শুরু করেছি।
নিজের জন্য সম্ভবত একটু বই-ই পড়া হয়। শব্দগুলো আক্ষেপের নয় বরং বাস্তবাতা আর অপরচুনিটি কষ্টের। হা হা হা! যারা চিন্তায় স্বাধীন, জীবন বোধে স্বার্ধীন তাদের অপরচুনিটি কষ্ট হাই এটা ব্যকরণ নয় সমীকরণ।
একটা বিরতি খুঁজছিলাম। একটা বিরতি নিয়ে নিলাম। নতুন শহর, মানুষ, মানুষের হাটাচলা, রাস্তা-ঘাট, বাজার, লাইব্রেরি, সংস্কৃতি, মানুষের অবসর এই সব কিছু কাছ থেকে দেখা আমার শখ। মাত্র ছেড়ে যাওয়া ট্রেনের দিকে তাকিয়ে থাকতে আমার ভিষণ ভালো লাগে। যাপিত জীবন নিয়ে কথা বলতে-লিখতে আমার ভালো লাগে। রাতের বেলা ছোট মামার কবিতা আবৃত্তি শুনতে ভালো লাগে। দিনভর কোথায় কি হলো লিখে রাখতে ভালো লাগে। কবিতার মাঝে ঘুমিয়ে পড়তে ভালো লাগে। রাত জেগে দেয়ালে আল্পনা আঁকতে ইচ্ছে করে।
ইসতিয়াক শব্দের অর্থ সুন্দরতম ইচ্ছা। আমি বরাবরই আমার ইচ্ছেগুলোকে সুন্দর করে বাস্তবতায় নিয়ে আসার কথা ভাবি। কখনো পারি কখনো পারি না। কখনো বলি কখনো সে কথা বলাই হয় না। তবে এবারের এই বিরতিটা তেমনই এক ইচ্ছা থেকে। যে আমাকে আমি ভিষণ রকম মিস করি সেই আমিটার সাথে কথা বলার জন্য, মুখোমুখি বসার জন্য, আত্নসমালোচনা করার জন্য, মোট কথা আমার আমির জন্য। আমার আমিকে খোঁজার এই যাত্রার একটা নাম ঠিক করেছি ”উনিশে ইসতিয়াক”। না বয়স না আমি সময়কেই বেশি ভালোবাসি তাই উনিশ। অফিসে অসাধারণ একটা টিম ম আমার, ওরা আমাকে এই পুরো ব্যাপারটা ভাবতে আরো বেশি এক্সাইটেড করেছে। আ’ম ব্লেসড।
হ্যাপি উইকেন্ড
হ্যাপি ‘উনিশে ইসতিয়াক’
-ইসতিয়াক
১২ ডিসেম্বর’১৯, ঢাকা।