ডুব সাঁতার

October 20, 2024
Photo: Padma River, 2020

পদ্মা,
তোমার উত্তাল যৌবনে ডোবাও আমাকে
কাপুরোষচতার গলায় আজ ছুড়ি
নিভে যাবো তোমাতে এই সন্ধার আবির নিয়ে
সারা গায়ে মেখে নিতে চাই তোমার উন্মাত্ততা 
অথবা
সূর্যস্নানে জড়াবো তোমায় আজ আলিঙ্গনে
তোমার উত্তাল যৌবনে আজ ডোবাও আমাকে।

—ইসতিয়াক
১৩ সেপ্টেম্বর ২০১৩
 

 

Related Posts

Scroll to Top